আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
সেই আশির দশক থেকে খাগড়াছড়ির নয় উপজেলা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিদ্যুৎ সঞ্চালন লাইনটি চট্টগ্রাম হাটহাজারী বিদ্যুৎ বিভাগের ৩৩কেভি থেকে সঞ্চালিত! ফলে দীর্ঘ প্রায় ১৫০ কিলোমিটার দুরত্বের এবং উঁচু-নীচু ও ঢালু পাহাড়ের পেরিয়ে সঞ্চালিত বিদ্যুৎ লাইনটি নড়বড় হয়ে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকের ভোগান্তি বেড়ে যাওয়ায় ২০১৮ সালে রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে খাগড়াছড়ি গোলাবাড়ি এলাকায় ৩৩কেভি সাব স্টেশন (গ্রীড) স্থাপিত বিদ্যুৎ লাইনটি উদ্বোধন করা হয়। এর ফলে জেলার গুইমারা, মাটিরাংগা, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা, জেলা সদরসহ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদুৎ সরবরাহ হয় গোলাবাড়িস্থ ৩৩ কেভি সাব স্টেশন থেকে।
অপরদিকে মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলার ২০ সহস্রাধিক গ্রাহক এখনও সেই জরাজীর্ণ হাটহাজারী ৩৩কেভি লাইনের বিদ্যুতে ধরাশায়ী! সামান্য ঝড়বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হলেই এ লাইনে হাজারো দুর্গতি! উঁচু পাহাড়ের ঢালুতে থাকা পিলার ধস কিংবা গাছ ও ডালপালা ভেঙে দিনের পর দিন বিদ্যুৎ না থাকার ঘটনা এখানকার নিত্য ভোগান্তির চিত্র! ফলে গ্রাহকেরা বিদ্যুৎ ধারাবাহিক দুর্ভোগ,ভোগান্তি ও নানা বিড়ম্বনাকে “মানিকছড়ির দুঃখ” হিসেবে দেখছে গ্রাহকেরা !
গত ১৩ সেপ্টেম্বর বিকেল থেকে আচমকা উক্ত লাইনে বিদ্যুৎ ফল্ট করে! টানা ১৬/১৭ ঘণ্টা পর গতকাল বিকেল সাড়ে ৩টার পর বিদ্যুৎ স্বাভাবিক হয়! বিদ্যুৎ বিভ্রাটের পরপর মানিকছড়ি আবাসিক বিদ্যুৎ বিভাগ ফেসবুকে গ্রাহকদের জানিয়ে দেয় হাটহাজারী ৩৩কেভি লাইন ফল্ট!
এভাবে শুধু এবার নয় প্রতিদিনই বিদ্যুতের কোন না কোন ত্রুটি,বিভ্রাট, লোডশেডিং,হলেই ফেসবুকে ভেসে উঠে হাটহাজারী ৩৩কেভি লাইনে ফল্ট! যদিও মাঝে-মধ্যে বিকল্প হিসেবে খাগড়াছড়ি লাইন থেকে প্রাপ্তি সাপেক্ষে রেশনিং সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু গত ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের সময়েও বিকল্প বিদ্যুৎ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাঁরা।
এ প্রসঙ্গে মানিকছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতির ভারী বর্ষণে হাটহাজারী লাইনের নাজিরহাট ৩৩কেভি সাব স্টেশনটি পানিতে তলিয়ে গিয়ে স্টেশনের বেশ কয়েকটি প্যানেল বোর্ড ক্ষতিগ্রস্ত হয়! সে সময় সপ্তাহখানেক সময় খাগড়াছড়ি লাইন থেকে রেশনিং সিস্টেমে তিন উপজেলার ২০ সহস্রাধিক গ্রাহকের চাহিদা মিটানো হয়।
গত শুক্রবার বিকেলে আবারও হাটহাজারী ৩৩কেভি লাইনে হাটহাজারী বাজারস্থ তাঁর ফেঁটে ফল্ট হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়! ত্রুটি সুক্ষ্ম হওয়ায় শনাক্ত করতে দীর্ঘ সময় এবং বেগ পেতে হয়েছে। এ সময়ের মধ্যে আমরা বিকল্প হিসেবে খাগড়াছড়ি লাইন থেকে রেশনিং সিস্টেমে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করেও লোড নিতে পাচ্ছিলাম না! ফলে দীর্ঘ সময় গ্রাহকের ভোগান্তির বিষয়টি অনাকাঙ্ক্ষিত!