ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে গত ২মাসের ব্যবধানে চারবার বন্যা হয়। চতুর্থ দফা বন্যায় জেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার পরিবার। খাগড়াছড়ি গাউসিয়া কমিটির বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে খাগড়াছড়ি “গাউসিয়া কমিটি বাংলাদেশ” খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে ১শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে – চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবণ ও আলু।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি – হাজী মোহাম্মদ রফিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী শামসুদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আলম শাহ্, সাজেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী ওমর ফারুক, প্রচার সম্পাদক হাফেজ মোঃ ইউসুফ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার এসব খাদ্য সামগ্রী পেয়ে “গাউসিয়া কমিটির বাংলাদেশ ” খাগড়াছড়ি জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।