ঝুলন দত্ত, কাপ্তাই :
গত কয়েক দিনের লাগাতার ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে পানি বাড়ছে। এতে করে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। বিগত ভাঙনের পর যেটুকু সম্বল অবশিষ্ট ছিল, সেটিও ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদীপাড়ের শতশত ভাঙনকবলিত মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। কাপ্তাই দুইএক জায়গায় তে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ও আশঙ্কায় আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড়ইছড়ি এলাকার সাবেক মেম্বার একরাম হোসেন এর ঘরের পাশ ও কেপিএম লিঃ এর পাম্প হাউজ কাপ্তাই সড়কের পাশে কর্ণফুলী নদীর ঢলে ভেঙে পড়ে বেশকিছু অংশ। কেপিএম পাম্প হাউজ জাতীয় প্রতিষ্ঠান অন্যদিকে কাপ্তাই সড়কের নদীর পাড় ভাঙ্গন রোধের ব্যবস্থা না নিলে এক সময় বড় ধরণের ভাঙ্গন সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী র আহবান। নদী ভাঙ্গন দেখতে গেলে একরাম মেম্বারের সাথে কথা হলে তিনি আক্ষেপ জানান, বিভিন্ন জায়গায পাহাড় ধসে ক্ষয়ক্ষতিতে বিভিন্ন সংস্হার পক্ষ হতে মেরামতের সহযোগিতা সহ খোঁজ কবর নিলেও নদীর পাড় ভাঙ্গনে ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড কোন রকম খবর নিতে আসেনি কাপ্তাই পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নদীর পাড় ভাঙ্গন রোধে এগিয়ে আসবেন আশাকরি।