• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক

আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহীনি মাঠে থাকবে জানালেন লে. কর্নেল কামরুল হাসান

স্টাফ রিপোর্টার: / ১১১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 

খাগড়াছড়ি : পরিবর্তিত পরিস্থিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের নির্ভয়ে দাপ্তরিক কাজ করার আহবান জানিয়েছেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি। তিনি বলেন সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনায় জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

শনিবার  (১০ আগষ্ট ) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে রামগড় ও মাটিরাঙ্গার সরকারী কর্মকর্তাদের সাথে
বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর সদস্য মাঠে আছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, সেনাবাহীনির সহায়তায় মাটিরাঙ্গা ও রামগড় থানা পুলিশের পুরো কার্যক্রম চালু হবে। ভীতি কাটিয়ে পুলিশ কাজে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঘন্টাব্যাপী বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জেজী চক্রবর্তী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, সহকারী পুলিশ সুপার (রামগড় সা‌র্কেল) মো. নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ ও মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ অফিসার আতাউর রহমান লস্কর প্রমুখ বক্তব্য রাখেন।

বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করে সরকারী কর্মকর্তারা বলেন, সেনাবাহীনির হস্তক্ষেপে মাটিরাঙ্গা ও রামগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সরকারী কোন দপ্তরে হামলা ও অগ্নসংযোগের মতো কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

এসময় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ, ক্যাপ্টেন হিমেল ছাড়াও মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, গণমাধ্যমকর্মী, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ