• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা কাপ্তাই বিএসপিআই এ ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: / ৮৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্বোধন  করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের সহযোগিতায় ও খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ০১-০৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ২৫টি স্টলে শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা নিয়ে প্রদর্শণী সাজানো হয়েছে। মেলায় দুলর্ভ ও বিলুপ্ত প্রায় প্রজাতির এবং পাহাড়ি অঞ্চলে রোপণযোগ্য ও চাহিদা সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিভিন্ন স্টলে প্রদর্শীত হচ্ছে।

পরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, শরনার্থী বিষয়ক ট্রাক্সফোর্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে এলকার সাধারণ জনগণ একদিকে আর্থ-সামাজিক ভাবে উপকৃত হবে, অপরদিকে পরিবেশও সুরক্ষিত হবে। এবং পার্বত্য অঞ্চলের ঝিরি-নালা-নদীর নাব্যতা রক্ষাসহ প্রকৃতি-পরিবেশ সংরক্ষনের জন্য ব্যাপক হারে গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ