• সোমবার, ০৮ জুলাই ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত পানছড়িতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে আজ থেকে কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্ট শুরু  সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর ভিন্ন ভিন্ন অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৫ যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পশু ডাক্তার নিহত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ভারতের সাথে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন সাইথোয়াই অং চৌধুরী চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে বন্যার্তদের পাশে মারিশ্যা জোন( ২৭ বিজিবি) গাজায় যুদ্ধে বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ: জাতিসংঘ রাঙামাটিতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার বান্দরবানে বেনজীরের সম্পত্তি নিয়ন্ত্রণে নিল প্রশাসন

মোংলায় প্রতারণায় দুই কোটি টাকার সম্পত্তি হারিয়েছে এক নারী

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ৯৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

 

মোংলা থানার দিগরাজ এলাকায় অভিনব প্রতারনায় শিকার হয়ে এক নারী হারিয়েছেন প্রায় দুই কোটি টাকার সম্পত্তি ।

সরেজমিনে তদন্ত করে জানা যায় উপজেলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা রেনু আরা বেগম (৬৫) এর মালিকানাধীন ১.২০ একর সম্পত্তি স্থানীয় একটি দালাল চক্র সু-কৌশলে হাতিয়ে নিয়েছে ।

মোংলা থানার দিগরাজ বুড়িডাঙ্গা ইউনিয়নে ভুক্তভুগির নামে ১.২০ একর (প্রায় সোয়া দুই বিঘা) জমাজমি রয়েছে । স্থানীয় জমির দালাল ফরাজি আলম ও গাউছ ফকির এর নেতৃত্বাধীন দালাল চক্র গ্যাংটি ঐ জমি বিক্রয় করে দেওয়ার কথা বলে পাওয়ার রেজিঃ করিয়া নেয় । যার নং- মোংলা রেজিঃ পাওয়ার দলিল নং ৩১২০(১১/১২/২০২৩ ইং) এবং মোংলা রেজিঃ ৩২৫৭ (২৮/১২/২০২৩ ইং)

প্রতারক চক্রটি পাওয়ার রেজিষ্টির নামে সু-কৌশলে ঐ সম্পত্তি নিজেদের নামে মালিকানা করে নেয়। ঘটনার প্রায় ২ মাস পর ভুক্তভোগি বিষয়টি জানতে পেরে ঘটনার সতত্য খুজে পায়। খোজ খবর নিয়ে আরো জানতে পারে, জমির দালাল ফরাজি আলম ওরফে হাজি আলম ও গাউছ ফকির গ্যাংটি মূলত একটি প্রতারক চক্র। ইতি পূর্বে বহু লোকের জমাজমি বিক্রয় করে দেওয়ার কথা বলে এভাবে আত্বসাৎ করেছে ।

তাৎক্ষণিক ভুক্তভোগী ঐ নারী বাগেরহাট জেলা আদালতে গিয়ে পাওয়ারটি বাতিলের জন্য আবেদন করেন। যার নং- দেঃ ৯/২৪ যুগ্ম জেলা জজ আদালত, বাগেরহাট ।

এদিকে পাওয়ার বাতিলের মামলার কথা জানতে পেরে ফরাজি গ্যাং এর লোকজন অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে। ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকি দিতে থাকে। ভুক্তভোগী ঐ নারী প্রান ভয়ে এখন নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেরাচ্ছেন। এ ব্যাপারে সরকারের উচ্চমহলের সাহায্য চেয়েছেন ভুক্তভোগী ঐ নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ