• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত! পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বাঁধা গুইমারা উপজেলা বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত 

পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: / ১৭৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।।

পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ০৫  জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ৩০শে জুন দুপুরে এক প্রেস নোটের ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ অনাত আলি সেখের ছেলে
১। মোঃ সজল শেখ (২৬), খামারডাঙ্গি গ্রামের মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে ২। নাজমুল (২৫),বাঘারচর গ্রামের মোঃ ইবাদত আলির ছেলে ৩। হাফিজুর রহমান (২১),  বহলাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে
৪। মোঃ আরিফ মিয়া (২৩), ও বাঘারচর গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে  ৫। মোঃ মারুফ হোসেন (২১), এদের  সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।

এসময় তাদের নিকট হতে উদ্ধার করা হয়,
১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো চাপাতি,
১টি ধারালো ছুরি, ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী, ১টি লোহার পাইপ ও ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী।

এদের মধ্যে ১ নং আসামি মোঃ সজল শেখের  বিরুদ্ধে পুর্বের ১টি অস্ত্র মামলা, ১টি প্রস্তুতি  ডাকাতির মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা,২নং আসামি  নাজমুলের  বিরুদ্ধ ১টি হত্যা মামলা, ১টি প্রস্ততি ডাকাতি মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা, ৩নং আসামি  হাফিজুর রহমানের  বিরুদ্ধ ১টি  হত্যা মামলা, ৪নং আসামি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা , ৫নং আসামি মোঃ মারুফ হোসেনের বিরুদ্ধ অন্যান্য ধারায় ০১টি মামলা আছে। পরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান,এই ডাকাত চক্রটি দীর্ঘদিন  যাবত রাতের অন্ধকারে জনগনের জান ও মালের ক্ষতি সাধন সহ সর্বশান্ত করার কাজে লিপ্ত ছিলো। কিন্তু  চক্র অন্তত চালাক ও ধৃত হওয়ার কারণে পুলিশকে তাদের সনাক্ত করতে দেরী হচ্ছিল। অবশেষ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহলাডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলুল হকের বাড়ীর পাশের আম ও মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি কালে হাতেহাতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রটি আটক করার কারণে অত্র এলাকার স্বস্তি  ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ