• বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টানা বৃষ্টিতে পাহাড় ধস ও জলাবদ্ধতায় খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ বেলকুচিতে অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩ টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে সচল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিট : ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আবদুল হাই রেহানিয়া হিলফুল ফুযুল বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন রামগড়ে কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, রাঙ্গামাটির সাথে যান চলাচল বন্ধ কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ড -স্বরূপ মুহুরীর, যোগদান  ৫০ বছর ধরে শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ছেলে মেয়ে থাকলেও কেউ দেখতে আসেন না সেতুর কাজ সম্পন্ন হলেও কাজে আসছে না সেতু, দুর্ভোগ এলাকাবাসীর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লংগদুরের নেছার উদ্দীন হৃদয় পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: / ৬৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।।

পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ০৫  জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ৩০শে জুন দুপুরে এক প্রেস নোটের ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ অনাত আলি সেখের ছেলে
১। মোঃ সজল শেখ (২৬), খামারডাঙ্গি গ্রামের মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে ২। নাজমুল (২৫),বাঘারচর গ্রামের মোঃ ইবাদত আলির ছেলে ৩। হাফিজুর রহমান (২১),  বহলাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে
৪। মোঃ আরিফ মিয়া (২৩), ও বাঘারচর গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে  ৫। মোঃ মারুফ হোসেন (২১), এদের  সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।

এসময় তাদের নিকট হতে উদ্ধার করা হয়,
১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো চাপাতি,
১টি ধারালো ছুরি, ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী, ১টি লোহার পাইপ ও ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী।

এদের মধ্যে ১ নং আসামি মোঃ সজল শেখের  বিরুদ্ধে পুর্বের ১টি অস্ত্র মামলা, ১টি প্রস্তুতি  ডাকাতির মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা,২নং আসামি  নাজমুলের  বিরুদ্ধ ১টি হত্যা মামলা, ১টি প্রস্ততি ডাকাতি মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা, ৩নং আসামি  হাফিজুর রহমানের  বিরুদ্ধ ১টি  হত্যা মামলা, ৪নং আসামি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা , ৫নং আসামি মোঃ মারুফ হোসেনের বিরুদ্ধ অন্যান্য ধারায় ০১টি মামলা আছে। পরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান,এই ডাকাত চক্রটি দীর্ঘদিন  যাবত রাতের অন্ধকারে জনগনের জান ও মালের ক্ষতি সাধন সহ সর্বশান্ত করার কাজে লিপ্ত ছিলো। কিন্তু  চক্র অন্তত চালাক ও ধৃত হওয়ার কারণে পুলিশকে তাদের সনাক্ত করতে দেরী হচ্ছিল। অবশেষ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহলাডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলুল হকের বাড়ীর পাশের আম ও মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি কালে হাতেহাতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রটি আটক করার কারণে অত্র এলাকার স্বস্তি  ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ