মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শিক্ষার মান উনোন্নয়ন এবং দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটির উদ্যোগে প্যাকটা প্রকল্পের অধীনে বুধবার (২৬ জুন) রাঙ্গামাটি সদর উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।
পঙ্কজ দাশ কে সমন্বয়কারী এবং শিব্রা দাস ও রায় গোপাল দাশ কে সহ সমন্বয়কারী করে সর্বমোট পনেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, স্বপন দাশ, তপু দাশ, রিংকু দাশ, বৃষ্টি দাশ, তাপসী রাণী দাস. রুজি দাশ, রাসেল দাশ, শ্যামল দাশ, প্রিয়লাল দাশ, চুমকি দাশ ও রূপনা দাশ। কমিটির সদস্যরা জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। টিআইবি’র ইন্টার্ন সান্তনা দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার। এছাড়া সভায় সনাক, এসিজি, ইয়েস এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।