• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেড় যুগ পর মানিকছড়িতে বড়সড় শোডাউনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশের প্রস্তুতি সভা পাহাড়ি ৩ কন্যার দরজা খোলে গেল মুখরিত হবে দর্শনীয় স্থান নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে বান্দরবানে অভিযান চিতলমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রশাসনের উদ্যোগে নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠিত আগুনে ক্ষতিগ্রস্ত রাইখালীর দুর্গম হাফছড়ির বাসিন্দা পাইসাউ মারমার পাশে সেনাবাহিনী কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি  নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫ মহালছড়িতে বজ্রপাতে নিহত এক বৃদ্ধ গোয়ালন্দে নবাগত ডিসি জাহিদুল ইসলাম — “জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙামাটিতে গোস্ত বিতরণ পিসিসিপি’র

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) / ৩৭২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

 

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা কমিটির উদ্যােগে গোস্ত বিতরণ করা হয়েছে।

রাঙামাটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের পাশের জামে মসজিদের সামনে আজ (১৮জুন) সকাল ১০.০০ টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র রাঙামাটি জেলা কমিটির বিভিন্ন ইউনিটের সুবিধা বঞ্চিত নেতাকর্মী এবং অসহায় ও দুস্থদের মাঝে দেড় কেজি করে গোস্ত বিতরণ করা হয়েছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

এসময়ে ঈদের আনন্দে সামিল হতে গোস্ত পেয়ে উচ্ছসিত পিসিসিপি’র সুবিধা বঞ্চিত নেতাকর্মীরা জানান, এর আগে আমরা কখনো এমন উপহার পাইনি এবং কেউ এভাবে আমাদের খোঁজ খবর নেননি। রাঙামাটি জেলা পিসিসিপি গত দুই বছরে আমাদের নানাভাবে খোঁজ খবর রাখছে, নেতাকর্মীদের পাশে সব সময় আছে সিনিয়র নেতৃবৃন্দরা।

গোস্ত বিতরণ করার আগে পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা। এই ঈদে যাদের ওপর কোরবানি ওয়াজিব তাঁরা কোরবানি দেন এবং কোরবানি করা পশুর গোশতের তিন ভাগের একভাগ গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেন। কিন্তু দেখা যায় অনেক লোক কোরবানি দিতে পারেন না; ঈদের খুশি তাঁদের কাছে অনেকটা আনন্দহীন হয়ে যায়। কারণ এই খুশির দিনে তাঁরা পরিবারের সন্তান ও সদস্যদের মাঝে একটু গোশত এনে দিতে পারেন না। মূলত ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই সুবিধা বঞ্চিত শতাধিক নেতাকর্মী এবং অসহায় ও দুস্থদের মাঝে এই গোস্ত বিতরণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ