• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল হোসেন গ্রেফতার

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৯৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ জুন, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ শাকিল হোসেন প্রকাশ শিপন’কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার
এসআই দীপংকর কুমার শীল, এএসআই রামধন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ খুন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ শাকিল হোসেন প্রকাশ শিপন’কে কাপ্তাই কেপিএম এলাকা হতে গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি ( তদন্ত) দেবাশীষ সানা।

ওসি( তদন্ত) আরোও জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম পেট্রল পাম্পের ১শত ৫০ গজ সামনে ইব্রাহিম খলিল নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যা কান্ডের পরের দিন ২১ এপ্রিল নিহতের ভাই কেপিএম মাস্টার কলোনি এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন বাদি হয়ে মোঃ শাহাদাত হোসেন (৩৮), মোঃ শওকত হোসেন (২৮), মোঃ সোহেল প্রকাশ ল্যাংড়া সোহেল (২৬), সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তাঁরা সবাই কেপিএম এলাকার বাসিন্দা।

এই হত্যাকান্ডে জড়িত মো: শাহাদাত হোসেন গত বছর ফেনিতে র‍্যাবের হাতে ধরা পরার পর বর্তমানে জামিনে আছেন। এইছাড়া পুলিশ তদন্ত করে জানতে পারে যে, এই ঘটনায় গ্রেফতারকৃত শাকিল হোসেন প্রকাশ শিপন’ এর সম্পৃক্ততা পুলিশ পেয়েছে। বাকি আসামী পলাতক রয়েছে বলে পুলিশ জানান।

এদিকে গ্রেফতারকৃত আসামী শাকিল হোসেন শিপন কে রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ