ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ড. মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরীর সার্বিক তদারকিতে বন বিভাগের ওয়াচার মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে কাপ্তাই উপজেলাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বিএফআইডিসি শিল্প এলাকার মার্কেট এর সামনে থেকে গত শুক্রবার রাত ৮. ২৫ টায় ১২ (বার) টি পান কৌড়ি (ইংরেজি নাম: little cormorant (বৈজ্ঞানিক নাম: Phalacrocorax fuscicollis) উদ্ধার করা হয়।
পরবর্তীতে শনিবার (১৫ জুন) সকালে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো-পার্ক এর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পান কৌড়ি গুলো হস্তান্তর করা হয়। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।