সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি
পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১১ই জুন দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরা হলো, পরোয়ানাভুক্ত আসামী ১। হাসান (২২) ২। মোঃ শফিকুল ইসলাম (৪৪) ৩। মানিক সেখ (৩৩) ৪। মনজেল (৪৮) ৫। মোঃ মুনছুর প্রামানিক (৪৫),৬। মো: সুমন খান (৩২) এদের সর্ব থানা- পাংশা, জেলা -রাজবাড়ী। এরা প্রত্যেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মা গোপনে ছিল। সোমবার গভীর রাতের পাংশা উপজেলায় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।
পরে আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।