সাইফুর রহমান পারভেজ রাজবাড়ী প্রতিনিধি।।
পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আলোচিত ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিবার ৯ই জুন দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার জানান, পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিনপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ জামিরুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে। এবং তার সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী ২। মোঃ সেকান্দার আলী (৩৫), কেউ গ্রেপ্তার করে পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার গয়েশপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। এসময় তাদের নিকট হইতে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ৭২ হাজার টাকা। এর মধ্যে মোঃ জামিরুল ইসলামনএর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।