• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার

লাকসামে নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি / ৪৮৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

লাকসামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন (রবিবার) সকালে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, স্থানীয় কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান নিজাম নিজাম উদ্দিন শামীম, মো. ওমর ফারুক, বিদ্যালয়ের দাতা সদস্য মো. আলীম উল্লাহ, অভিভাবক সদস্য মো. মনির হোসেন, আবুল কাশেম, ফারজানা তাজরীন, শিমুল কুমার সিংহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরকেই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ