ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলা আরোও ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর। তৎমধ্যে চিৎমরম ইউনিয়নে ১৮ টি এবং রাইখালী ইউনিয়নে ২২ টি নতুন ঘর পাবেন উপকারভোগীরা । ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান, পাহাড়ি এলাকার কথা বিবেচনা করে নতুন ঘর গুলো মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে। আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে কাপ্তাই সহ দেশের বিভিন্ন উপজেলায় উপকারভোগীদের হাতে নতুন ঘর হস্তান্তর করবেন। কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।
২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আমাদের ইউনিয়নে ইতিমধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত: ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ১ শত ২৪ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়েছেন।