• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি): / ১২৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪

 

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
ঐতিহাসিক ৬দফা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে লংগদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল।

প্রধান অতিথির বক্তব্যে বাবুল দাশ বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন এক নতুন মাত্রা পায়। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয় দফা ভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। সর্বোপরি এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তিনি আরও বলেন, লংগদুকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং উপজেলা পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আসমা বেগম, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিব হোসেন, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলিসহ সাবেক-বর্তমান অনেক চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, যুবলীগের সভাপতি মো. চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আনিস, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার নানান স্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবুকে ফুল দিয়ে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ