• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

রাজস্থলীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ / ১৩২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজস্থলী উপজেলা প্রতিনিধির আয়োজনে স্থানীয় কার্যালয়ে এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার,মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং উপজেলা প্রকৌশলী অনুপ বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা,থানার এস আই, প্রিয়লাল সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

যায়যায়দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাদের বিশ্বাস। বক্তারা আরো বলেন পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ