• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ এখনো সন্ধান পাওয়া যায়নি মোল্লাহাটে বিএনপির আহবায়ককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ লামায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অসহায় জায়গার মালিকের যত অভিযোগ বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত রান্না ঘর ও বাগান নবীনগর নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন! সাজেকে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান মানিকছড়িতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে-কলমে অক্ষর শিখছে শিশুরা প্রবারণা উৎসবে মানিকছড়িতে অনুদান বিতরণ গুইমারা কলেজের সাফল্য মায়ের ইচ্ছে স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত আশরাফুল

অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ- সাধারণ বম জনগোষ্ঠীর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান: / ১৮৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যা সম্মুখীন পোহাতে হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে জঙ্গলের আশ্রয় নিয়েছে। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা পিছিয়ে থাকা পাশপাশি সাধারণ বম মানুষ বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তাই ‘কেএনএফ মানে বম নই’ বম মানেই কেএনএফ নই’। যারা অস্ত্রধারী যারা দেশ বিরোধী তাদেরকে আইনে আওতায় এনে সঠিক বিচারের দাবী জানান বক্তারা।

আজ বিকাল পাচঁটায় বান্দরবানে উজানী পাড়া ইসিসি কমপ্লেক্স সামনে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ বম জনগোষ্ঠীরা।

এসময় ইসিসি কমপ্লেক্স ভবনে সামনে হাতে পেষ্টুন ও ব্যানার নিয়ে মাবনবন্ধনে অংশ নেন শতশত নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ সাধারণ বম জনগোষ্ঠীরা।

বক্তারা বলেন, কেএনএফের কর্মকান্ড কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা নানা হয়রানি শিকার হচ্ছে। কেএনএফের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরাও দোষী হচ্ছে। যেখানে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করার দুরের কথা বাড়ির থেকে ভয়ে বের হতে পারছে না। সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কিংবা পরিক্ষা দিতে পর্যন্ত ভয়ে আতংঙ্ক ভর নিয়ে থাকে। শুধু তাই নয় নিজ বাড়ি ছেড়ে জঙ্গলে পালিয়ে থাকার ফলে গ্রামের নিজেদের চাষকৃত ফসল -ফলমুল বাজারে দুরের কথা বাগানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এমনভাবে চলতে থাকলে আগামীতে সাধারণ বম জনগোষ্ঠীরা অস্তিত্ব থাকবে নাহ। তাই লুটে নেওয়া অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেএনএফের প্রতি অনুরোধ জানান। অন্যথায় সাধারণ জীবনে ফিরে না আসলে আগামীতে কঠোর মানববন্ধনে যাওয়ার হুশিয়ারি দেন সাধারণ বম জনগোষ্ঠীরা।

মানববন্ধনে বেসরকারি এনজিও কর্মী লালপেক থার বম, সাধারণ বম মহিলা নেত্রী ঙুন চুয়ান বম, শিক্ষার্থী লাল অয় পার বমসহ সাধারণ বম জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ