• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কোয়ান্টাম তার শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটাই দিচ্ছে : এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান: / ৪০৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

১৯ মে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম। তার আগমন উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাকে গার্ড অব অনার প্রদানের পর মনোমুগ্ধকর ব্যান্ডবাদন প্রদর্শন করে।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবনে দুইটা বিষয় সবসময় মনে রাখবে। একটা অর্জন আর অন্যটা বর্জন। যা কিছু ভালো সব অর্জন করবে। আর যা কিছু খারাপ সব বর্জন করবে। তোমাদের এখানে এসে দেখছি—কোয়ান্টাম তোমাদের এই সঠিক শিক্ষাটাই ভালোভাবে দিচ্ছে। শহরের অনেক শিক্ষার্থীই যা পাচ্ছে না। প্রাকৃতিক পরিবেশের মাঝে তোমরা যে সুশিক্ষা নেয়ার সুযোগ পাচ্ছ আমি চাই তোমরা প্রকৃত অর্থে মানুষ হও। কারণ এই বাংলাদেশে তোমাদের মতো মানুষের অনেক দরকার। তোমাদের দেখে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শহীদ আল বোখারী মহাজাতক আন্তরিকতার সাথে এই মানুষ গড়ার
কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন। খুব অল্প সময় হলেও তোমাদের সাথে কাটানো মুহূর্ত আমার জীবনে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।’

সাইফুল্লাহিল আজম কোভিড-১৯ মহামারির সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করোনায় মৃতদের দাফন ও সৎকারের দায়িত্ব পালন করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘করোনায় দাফন নিয়ে কাজ করতে গিয়ে কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের সাথে আমার প্রথম পরিচয় ঘটে। সে-সময় কোয়ান্টাম ফাউন্ডেশন ও আরেকটি প্রতিষ্ঠানের সাথে আমরা ঢাকা শহরে প্রায় ৩০ হাজার লাশ দাফন করেছিলাম।তখন কোয়ান্টাম কসমো স্কুলের কথা শুনেছিলাম। কিন্তু আজকে প্রথম দেখে গেলাম। লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের জিমন্যাস্টিকস প্রশিক্ষণ দেখে খুব ভালো লাগল এবং আমার বিশ্বাস এই বাচ্চারা একদিন নিশ্চয়ই আমাদের দেশের সম্পদে পরিণত হবে।’

এনটিআরসিএ-এর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমের সফরসঙ্গী হিসেবে ছিলেন এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন সদস্য যুগ্ম সচিব ড. মো. আবদুল মান্নান, উপসচিব মো. ওবায়দুর রহমান ও আরো তিন জন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ