হাবিব আল মাহমুদ, (বান্দরবান সদর):
ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে’ একাত্মতা প্রকাশ করে জলবায়ুর ন্যায্য দাবিতে ধর্মঘট করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বান্দরবান ইউনিট।
শুক্রবার (১৯ এপ্রিল) বান্দরবান সদরের সাংগু নদীর পাড়ে জলবায়ু কর্মীরা ধর্মঘটে অংশ নেন। এ সময় সমবেত জলবায়ু যোদ্ধারা নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি প্রদর্শন করেন।
ইয়ুথনেট বান্দরবান জেলার সমন্বয়কারী হাবিব আল মাহমুদের সভাপতিত্বে ধর্মঘট পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট জেলা ইউনিটের সদস্য রুমানা আক্তার, জাহেদ হোসেন, মোঃ আলীম, দোয়িতা প্রাচী, ইমরান খান, জয় শিকদার, মিনহাজুর রহমান, সাফাতুল ইসলাম সহ প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি বিশ্বজিৎ মজুমদার বাপ্পা, ক্লিন রিভার বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান এবং ভোলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিনিধিরা।
এসময় ধর্মঘটকারীরা বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন জীবাশ্ম জ্বালানিতে আর বিনিয়োগ না করে তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বাড়াতে হবে।