• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন 

রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৫৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

 

খাগড়াছড়ির মাটিরাঙায় বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্পোরাল মো. নুরুল ইসলামকে পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সসাড়ে ১০টার কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা।

এর আগে কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটিরাঙ্গার সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মাটিরাঙ্গার সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এর আগে মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সেনাবাহিনীর সদস্যরা।

পারিবারিক কবরস্থানে দাফন শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় গর্ডি অব অনার প্রদান শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্পোরাল মো. নুরুল ইসলাম। বেশ কিছুদিন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকাল সাড়ে ৫টার সময় শেষ নি:শ^াস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনসহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র ও ছয় কণ্যাসহ নাতী-নাতনী ও অসংখ্য গুনগ্রাহি রেখেন গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্পোরাল মো. নুরুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্পোরাল মো. নুরুল ইসলামের নামাজে জানাযায় মাটিরাঙ্গা উপজেলা পরিসদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গার সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, খাগাড়ছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রহিছ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হাসেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হারুন মিয়া ও মারিাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ