• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আলীকদম সেনা জোন কর্তৃক ইফতার সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৫৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বান্দরবান জেলা প্রতিনিধি:

অদ্য ২৭ মার্চ ২০২৪ইং (বুধবার) সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান সেনারিজিয়নের অধীনস্থ ৩১বীর আলীকদম সেনা জোন কর্তৃক সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে অসহায় হতদরিদ্র ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ১৫০জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন- বাংলাদেশ সেনাবাহীনি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দূর্গম পাহাড়ী এলাকার জনগ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্থ। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসনকে সবসময় সর্বাত্মক সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আলীকদম জোন কর্তৃক অত্র এলাকার অসহায় হতদরিদ্র ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ১৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

বর্তমানে আলীকদম জোন এর পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং তা ভবিষ্যতেও থাকবে বলে রিজিয়ন কমান্ডার সকলকে আশ্বস্ত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ