• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

বান্দরবানে দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে মালামাল নেওয়া শুরু, ফলাফল সংগ্রহে প্রযুক্তির ব্যবহার হবে

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান / ৪১৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

পার্বত্য চট্টগ্রামের এবার সীমান্তবর্তী দুর্গম কেন্দ্রগুলো থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিকুল আবহাওয়ায় যোগাযোগ-বিচ্ছিন্ন কেন্দ্রগুলো থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্ত চৌকি বিওপি গুলোতে স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে এবার ফলাফল সংগ্রহ করা হবে। তিন পার্বত্য জেলার এরকম ২৭টি বিওপিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল ব্যবহার করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, এবার দ্বাদশ সংসদীয় নির্বাচনে দুর্গম কেন্দ্রগুলো থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহে নিরাপত্তা বাহিনীর ওয়ারলেস সেট ও ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এছাড়া প্রতিকূল আবহাওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও দুর্গম কেন্দ্রগুলো থেকে পার্শ্ববর্তী বিওপির মাধ্যমে ফলাফল সংগ্রহ করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের ২৭ টি সীমান্তবর্তী বিওপিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল স্থাপন করা হয়েছে। প্রতিকুল আবহাওয়ায় এই প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হয়। আগে ওয়ারলেস সেট ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হতো। তবে প্রতিকূল আবহাওয়ায় অনেক সময় এ প্রযুক্তি অকার্যকর হয়ে থাকে। তবে স্যাটেলাইট মডিউলে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ৩৩ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্টদের নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বান্দরবানের রুমা থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম ৮টি কেন্দ্রে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের মাধ্যমে। জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন পর্যায়ক্রমে বান্দরবানের ১২ টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

এবার দ্বাদশ সংসদীয় নির্বাচনে বান্দরবানে ১৮২ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তায় ইতিমধ্যে ৪২ প্লাটুন বিজিবি, ১২শ পুলিশ, ২২০০ আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। দুটি পৌরসভা ও সাত উপজেলা নিয়ে এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৮০৩০। এবার আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ