মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবানের আলীকদমে অবৈধ ভাবে পাহাড় কাটায় মো: ইসমাইল নামে এক ব্যক্তিকে ১ এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সে পানবাজার এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ ইসমাইল বলে জানা যায়।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি’র)মো: জিল্লুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের আওতাধীন আলীকদম- থানচি সড়কের ২৩ কিলো নামক এলাকায় অবৈধ ভাবে পাহাড়ে গাছ কেটে লাড়কি ও কাঠ বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ কিলো এলাকায় কাঠ ও লাড়কি পাচারের জন্য অবৈধ ভাবে পাহাড় কেটে রাস্তা তৈরী করছিল মো: ইসমাইল।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, অবৈধ ভাবে পাহাড় কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: জিল্লুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে ১৫(১) ধারায় পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা মোঃ ইসমাইল কে। এসময় এস্কেভেটর সরানোর জন্য নির্দেশনা দিয়ে আসা হয়েছে এবং এস্কেভেটর ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউল গনি ওসমানী জানান,পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পরিবেশ বিনষ্টকারীদের কোন ছাড় দেওয়া হবে না।