মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবানের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান।
সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান জানান,আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাত উপজেলায় ৩৪টি ইউনিয়নের ৬৯ হাজার ৮৮৪ জনকে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বক্তারা বলেন, এবারে বান্দরবান জেলায় ৬- ১১ বয়সী ৯হাজার ৫৬৫ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ বয়সী ৬০ হাজার ৩১৯জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।