• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ব্যুরো প্রধানঃ / ৫৪৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেছেন, দেশের সর্বপ্রথম বান্দরবানের কলা তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি দেশের জনপ্রিয়তা পেয়েছে। এই কলাবতী শাড়ি প্রথম তৈরি পর প্রধানমন্ত্রী নিকট উপহার দেওয়া হয়েছে বলে পার্বত্য এলাকার সুনাম বয়ে এনেছে। এছাড়া পার্বত্য এলাকায় তৈরীকৃত শাড়ি দেশে এখন চাহিদা বেড়ে গেছে। তাই এই কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে উজানী পাড়া এলাকায় বান্দরবান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সভাকক্ষে কলাবতী শাড়ি তৈরীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ।

আয়োজন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও সহযোগিতা জেলা প্রশাসন।

বক্তারা বলেন, পার্বত্য এলাকার পাশাপাশি আগামীতে ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ করানো উদ্যেগ নেওয়া হবে। যে প্রশিক্ষণের মাধ্যমে অনান্য জেলায় নারী উদ্যেক্তা ছড়িয়ে যাবে বলে আশা করেন বক্তারা।

সবশেষে দুইমাস ব্যাপী কলা গাছের তন্তু থেকে তৈরি ৫০ জন প্রশিক্ষণার্থী মাঝে সনদ পত্র তুলেন দেন। এছাড়াও সাড়ে তিনহাজার করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উপ ব্যবস্থাপক মো.শামীম আলম সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশিক্ষনার্থী ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ