হাবিব আল মাহমুদ, সদর (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে ৮০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই, শিক্ষা সামগ্রী ও শিক্ষা সহায়তা প্রদান এবং ৫ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়ন।
সোমবার সকাল ১১ টায় বান্দরবান সেনা জোন সদরে উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার মোঃ গোলাম মাহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি। এ সময় অতিথিরা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সবরকমের সাহায্যের সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে, রিজিয়ন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি রক্ষার্থে সেনাবাহিনী সর্বত্র কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ।”
এ সময় সেনাবাহিনী ৭২ জন সাধারণ শিক্ষার্থীকে নতুন বই, ৮ জন উচ্চ শিক্ষা প্রত্যাশী কে আর্থিক সহায়তা এবং ৫ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন।