• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক… ইউএনও মনজুর আলম গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

মোংলা প্রেস ক্লাবের সম্পাদক হাসান গাজী, সহ-সভাপতি ইকরামুল

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ১৮৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলা প্রেস ক্লাবের সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: হাসান গাজী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একরামুল হক।

রোববার (২৬ নভেম্বর) বিকালে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সমবায় অফিসার মো: জুবাইর হোসেন ও সদস্য সচিব ও আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস এবং সদস্য ও মোংলা পোর্ট পৌরসভার কালেক্টের অব ট্যাক্সেস মো: মোহসিন হোসেন সাক্ষরিত এ ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট আটটি পদের জন্য ১২ জন‌ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭টি।

সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো: হাসান গাজী পেয়েছেন ১৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একুশে টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসান পেয়েছেন ১০ ভোট।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত দৈনিক দিনকালের
প্রতিনিধি মো: ইকরামুল হক পেয়েছেন ১৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাত্তর টেলিভিশনের প্রতিনিধি এনামুল হক পেয়েছেন ১০ ভোট।

এছাড়া বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম খাঁন, কোষাধ্যক্ষ পদে দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি শফিকুল শফিকুল ইসলাম শান্ত, সদস্য পদে মাছরাঙা টেলিভিশন প্রতিনিধি আমির হোসেন আমু ও গ্রামের কাগজের প্রতিনিধি এম এম ফিরোজ নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে এনটিভি এর প্রতিনিধি আবু হুসাইন সুমন ১৩ ভোট ও দৈনিক জনকণ্ঠ এর প্রতিনিধি আহসান হাবীব হাসান ১৩ ভোট এবং সাংগঠনিক পদে দৈনিক সময়ের কন্ঠের প্রতিনিধি ওমর ফারুক ১৩ ভোট ও দৈনিক আমার সংবাদের মু: হাফিজুর রহমান ১৩ভোট (ড্র) পাওয়ায় আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পুনরায় এই দুই পদে আবারো নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ