• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

ট্রাক্টর ধাক্কা দিতে এসে চাপায় পড়ে শিশু নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান) / ২৯৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)

রাস্তার পাশে কয়েকজন শিশু সহ একসাথে খেলছিল আব্দুল্লাহ (১১)। ওদিক দিয়ে মোঃ মহসিন ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পাহাড়ে উঠার সময় ট্রাক্টর আটকে গেলে চকলেটের লোভ দেখিয়ে শিশুদের ধাক্কা দিতে বলে। ধাক্কা দিতে গেলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আব্দুল্লাহ কে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসলিম পাড়ার আবেদ আলীর ছেলে এবং ২নং চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। নিহত শিশু আব্দুল্লাহ মা জানায়, ট্রাক্টর ড্রাইভার মোঃ মহসিন একই এলাকার এসকান্দর মাষ্টারের ছেলে। সে প্রায়সময় শিশুদের দিয়ে তার ট্রাক্টর ধাক্কা দেয়ায়। তার অবহেলায় এই ঘটনা ঘটেছে।

এদিকে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি নাছির উদ্দিন। তিনি বলেন, আমরা শুনামাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শিশুর লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এর অনুমতি পেলে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানে হবে। যে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে সেই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মর্মান্তিক। অবুঝ শিশুর মৃত্যুর ঘটনা জানাজানি হলে নিহত শিশুর বাড়িতে প্রচুর স্থানীয় লোকজন ভিড় জমায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ