মোহাম্মদ রফিকুল ইসলাম,ব্যুরো প্রধান (বান্দরবান)
পার্বত্য জেলা বান্দরবানে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পঞ্চম সাঙ্গু ব্রিজ সহ প্রায় সাড়ে ২১ কোটি টাকার ৪টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প গুলোর উদ্বোধন করেন।
একই সাথে ৪১৪ জন গৃহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও বিতরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সে বান্দরবান অংশে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোঃ সৈকত শাহীন, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সাঙ্গু নদীর উপর গোয়ালিয়া খোলা এলাকায় পঞ্চম সাঙ্গু ব্রিজ, এক কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, তিন কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে জেলা শিক্ষা অফিস ও দুই কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিলকিস বেগম স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বান্দরবানের এসব প্রকল্প অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক সাঙ্গু ব্রিজস সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।