আসিফ ইকবাল, বান্দরবান জেলা প্রতিনিধি
অদ্য ১৩ নভেম্বর (সোমবার) সকাল ১০. ঘটিকার সময় রুমা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বান্দরবান জেলার রুমা উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব উহ্লাচিং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহবুবুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব গাব্রিয়েল ত্রিপুরা।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রুমা উপজেলা ইউনিটের যুব প্রধান জনাব নুরুল আবছার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আজকে রুমা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২১৫ জনের মাঝে নগদ ৬,০০০/- টাকা করে প্রদান করা হয়। সেই সাথে ভবিষ্যতেও রেড ক্রিসেন্ট এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।