• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজার উপহার সামগ্রী প্রদান করলো বান্দরবান সেনা রিজিয়ন

আসিফ ইকবাল, বান্দরবান: / ২২৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

আসিফ ইকবাল, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান রিজিয়ন কর্তৃক দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ১৭ই অক্টোবর সকালে বান্দরবান রিজিয়ন কর্তৃক বান্দরবান সেনানিবাসে ৫ ইবি বাস্কেট বল গ্রাউন্ডে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি।  এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন কমান্ডার, লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি,জিএসও-২ইন্ট ৬৯ পদাতিক ব্রিগেড,মেজর শায়েখ উজ জামান,জিএসও-৩ইন্ট ৬৯ পদাতিক ব্রিগেড, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং হিন্দু ধর্মালম্বী বৃন্দ। এসময় হিন্দু ধর্মাবলম্বী ১৩২ জনের মাঝে আর্থিক অনুদান হিসেবে ১০০০টাকা করে সর্বমোট ১,৩২০০০টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন রিজিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।সেনাবাহিনী অতিতের মতো ভবিষ্যতেও বান্দরবান জেলার শান্তি ও সম্প্রতি বজায় রাখার স্বার্থে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ