• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে পর্যটক খরায় কাপ্তাই পর্যটন শিল্পে চলছে মন্দাভাব  রাজস্থলীতে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা শুরু কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময় কাপ্তাই সেনা জোনের উদ্যোগে  শারদীয় দুর্গোৎসব  এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত লংগদুতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন বান্দরবানে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে রোগীর সংখ্যা শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  মানিকছড়িতে প্রবীণ পল্লী চিকিৎসকের মৃত্যুতে শোক

হাবিবুন নাহারকে পূনরায় মনোনয়ন দিলে এ জনপদের মানুষ শান্তিতে থাকবে

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ২৪১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

রামপাল-মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহার শান্তি, স্থিতি ও একতার প্রতীক। কেসিসি’র মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহার প্রায় ৩০ বছর এ জনপদের মানুষের সাথে মিশে থেকে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করেছে। তারা সততা ও আদর্শের সাথে রামপাল-মোংলার সকল শ্রেণির মানুষের ভালো-মন্দের সাথে মিশে আছেন। উপমন্ত্রী হাবিবুন নাহারকে পূনরায় মনোনয়ন দিলে এ জনপদের মানুষ শান্তিতে থাকবে।

সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় রামপাল উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে হুড়কা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বর্তমান সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন থেকে হাজারো জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য উপমন্ত্রী হাবিবুন নাহারকে আবারও নৌকা প্রতীকে মনোনয়ন দিতে দুই হাত তুলে সমর্থন জানান।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলির সঞ্চালনায় এ মানববন্ধনে উপজেলার ১০টি ইউনিয়নের দুই হাজারের অধিক মহিলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, রেললাইন, আর্ন্তজাতিক বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দরসহ অনেক মেঘা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে সরকার দেশের চেহারা পাল্টে দিয়েছেন। চারলেনের সড়ক, বড় বড় সেতু নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায়ও অকল্পনীয় উন্নয়ন হয়েছে। করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বের অনেক দেশ বিপর্যস্ত ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রায় দূর্বার গতিতে এগিয়ে চলছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নেই। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের কাঙ্খিত উন্নয়ন-অগ্রগতি সম্ভব এ কথা জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ প্রমাণ পেয়েছে, তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে এদেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করতে হবে।

উপমন্ত্রী হাবিবুন নাহার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। প্রতিটি গ্রামের অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের খোজ খবর নিয়েছেন। নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের মাধ্যমে মোংলাকে শিক্ষার নগরী করার জন্য কাজ করে যাচ্ছেন। রামপাল-মোংলার উন্নয়নের চিত্র দেখলেই বোঝা যায় উপমন্ত্রী হাবিবুন নাহার মানেই উন্নয়নের রূপকার। তাই উন্নয়নের রূপকার হাবিবুন নাহারই আওয়ামী লীগের যোগ্য মনোনয়নপ্রত্যাশী। এসময় উপস্থিত হাজারো কর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপমন্ত্রী হাবিবুন নাহারকে পূনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। উপমন্ত্রী হাবিবুন নাহারকে এ আসনে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোট জয়ী হবেন। তাই নেতা কর্মীরা আবারও হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন (ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী গিয়াস উদ্দিন, শেখ নূরুল আমিন, মোঃ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ