• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদম জোনের আয়োজনে সাংবাদিক সম্মেলন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ২৩০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)

আলীকদম সেনা জোনের আয়োজনে লামা আলীকদম দুই উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান (পিএসসি)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল সভাটি৷ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি (অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন)। আরো উপস্থিত ছিলেন, মেজর মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি (উপ-অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন)।

এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক মমতাজ উদ্দিন আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ কামরুজ্জামান, তানফিজুর রহমান, শুভ রঞ্জন বড়ুয়া, জয় দেব রাজ সহ লামা ও আলীকদম উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ ২৫/৩০ জন উপস্থিত ছিলেন।

সভায় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার এনজিও সংস্থার সমূহের সম্পর্কে আলোচনা, অবৈধ ভাবে বনজ খনিজ সম্পদ আহরণ, দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক চোরাচালান প্রকল্পে পদক্ষেপ,যেমনঃ ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইন এবং সিগারেট ইত্যাদি, কাঠ পাচার (রিজার্ভ ফরেস্ট কর্তন), বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ,পর্যটকদের আগমন এবং টুরিস্ট গাইড ব্যবহার, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত করা, মোটরসাইকেল এবং টমটম চালকদের সচেতনমূলক পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্রদ্রোহিমূলক কার্যক্রম,পারিবারিক কলহ, গ্রোত্র,জাতি,ধর্ম, বর্ণ এবং স্থানীয় উপজাতীয় ও বাঙ্গালীদের জমি সংক্রান্ত বিরোধ, জোন কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহঃ শিক্ষা সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা, বন্যা দুর্যোগ মোকাবেলা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা,ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা। দায়িত্বপূর্ণ এলাকায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাস দমনের জোন কর্তৃক গৃহীত ব্যবস্থা, সেনাবাহিনী সম্পর্কে কোন নেতিবাচক সংবাদ প্রচারের ক্ষেত্রে নিশ্চিত করণ, আসন্ন নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতা সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন

এসময় সাংবাদিকগন কে উদ্দেশ্য করে জোন কমান্ডার মহোদয় তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং বক্তব্য শেষ করে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জোন কমান্ডার কর্তৃক লামা ও আলীকদম উপজেলাধীন সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা উপহার প্রদান ও অসহায় উপজাতি এইসএসসি শিক্ষার্থীর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ