• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

যশোরের শার্শা উপজেলায় বারমাসি আম চাষে সফল কৃষক রাজু

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) / ২২৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর)

যশোরের শার্শা উপজেলায় বারমাসি কাটিমন জাতের আম চাষ করে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন রাজু আহম্মেদ নামে এক প্রান্তিক কৃষক। রাজু আহম্মেদ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্মন্ধকাটি উত্তর পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রাজু আহম্মদ কৃষি পরিবারের সন্তান হওয়ার কারনে বিগত ১৫ বছর যাবত তিনি চাষাবাদের সাথে জড়িত। এজন্য বতর্মান যুগে কৃষিতে লাভ জনক ফসলের জন্য নিয়মিত যোগাযোগ রাখেন স্থানীয় কৃষি অফিসে। যার ফলে গত চার বছর আগে শার্শা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ভ্রমণে যান চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার আবুল কাসেমের বারমাসি আমের বাগানে। সেখানে আবুল কাসেমের চোখ জুড়ানো বারমাসি আমের বাগান দেখে নিজে একটি বাগান করার সিদ্ধান্ত নেন রাজু আহম্মেদ।

পরে তিনি আবুল কাসেমের কাছ থেকে বারমাসি কাটিমন আম গাছের চারা সংগ্রহ করে ৩ বিঘা জমি লিজ নিয়ে বাগান শুরু করেন।

কৃষক রাজু আহম্মেদ বিএনএকে জানান, চারা রোপণের দুই বছর বয়স হতেই তার বাগানে ফল আসতে শুরু হয়। চলতি বছরের আগস্ট হতেই রাজুর বাগানে আম পাড়া শুরু হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রয় পঁয়ত্রিশ মন আম উৎপাদন হয়েছে বলে জানান রাজু। প্রতি কেজি আম বাগান থেকে বিক্রি হচ্ছে ১৫০ টাকা হতে ১৬০ টাকা কেজি দরে। বর্তমানে এক বিঘা জমিতে রাজুর এক মৌসুমে আয় হচ্ছে চল্লিশ ৪০ হাজার টাকা। ৩ বিঘা জমিতে আয় হবে প্রয় ১ লক্ষ ২০ হাজার টাকা।

এদিকে দেশের দক্ষিণ অঞ্চলে অসময়ে মিষ্টি ও সুস্বাদু বারমাসি আম হওয়ার কারণে প্রতিদিন আম বাগানটি দেখার জন্য মানুষ ভীড় জমাচ্ছেন। এবং আম সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে আসছে আম ব্যাবসায়ীরা। এছাড়াও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম ও আমের চারা বিক্রি করছেন কৃষক রাজু আহম্মেদ।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) দিপক কুমার শাহ্ বলেন, অসময়ে আম উৎপাদন করা অনেক ঝুকিপূর্ণ কাজ। রাজু সেই কাজ টি খুব সহজেই করে ফেলেছে। আমি নিয়মিত রাজুর বারমাসি আম বাগানের খোঁজ খবর রাখি। এবং তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। তিনি আরও বলেন রাজু আহম্মেদের মত কৃষক আমাদের দেশের গর্ব। যদি কেউ নতুন ফল ও ফসল চাষ করতে চাই আমরা সব সময় তাদের সহযোগিতা করবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ