• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
গুইমারায় শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের আলোচনা সভা উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই দীঘিনালাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সম্পন্ন গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সকলকে সবধরনের বিভেদ ভুলে এলাকার উন্নয়ণ ও রাষ্ট্রগঠনে ভূমিকা রাখারও আহবান জানান- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন” বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল বাঘাইছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ মাগুরায় রাতের আঁধারে সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

যশোরের শার্শা শ্যামলাগাছী মানুষের মুখে মুখে উদ্ভাবক মিজানের “ফ্রি খাবার বাড়ী

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) / ৩৬৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা

যশোরের শার্শা মানুষের মুখে মুখে উদ্ভাবক মিজানের “ফ্রি খাবার বাড়ী ক্ষুধা লাগলে খেয়ে জান” এমন অভিনব শ্লোগান দিয়ে যশোরের শার্শায় পরিচালিত হচ্ছে একটি “ফ্রি খাবার বাড়ি”। পাগল, ভিক্ষুক, গরীব অসহায়, ছিন্নমূল পথ শিশু ও এতিম শিশুদের মাঝে এখানে তিনবেলা খাওয়ার জন্য ফ্রি খাবার বাড়িটি গড়ে তুলেছেন শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। দিন পরিবর্তনের পাশাপাশি উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়িটি ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে।

শুক্রবার ১ সেপ্টেম্বর সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিনের ন্যায় আজও চলছে রান্নাবান্নার কাজ। এভাবে প্রতিদিনই চলে পাগল, ভিক্ষুক, গরীব অসহায়, ছিন্নমূল পথ শিশু ও এতিম শিশুদের জন্য খাবার আয়োজন।

সপ্তাহের শুক্রবার বিশেষ আয়োজন ছাড়াও প্রতিদিন দূরদূরান্ত থেকে শিশু সহ সব বয়সী নারী পুরুষ খেতে আসে উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়িতে।

২০১৮ সাল থেকে উদ্ভাবক মিজান গড়ে তুলেছেন এই ফ্রি খাবার বাড়িটি। দীর্ঘ ৫ বছর ধরে এভাবে অসহায়ের মুখে তিনবেলা খাওয়ার তুলে দিচ্ছেন তিনি। প্রথম অবস্থায় স্বল্প পরিসরে খাওয়া দাওয়ার কার্যক্রম চললেও আজ উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়ি ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়েছে। তিন বেলা এখানে ফ্রিতে খাবার পেয়ে বেজায় খুশি খেতে আসা অসহায় মানুষ গুলো।

শুধু তাই নয়। শার্শার শ্যামলাগাছীতে উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়ির পাশাপাশি গড়ে তুলেছেন হযরত শাহজালাল (রাহ:) মডেল মাদরাসা ও এতিমখানা। যেখানে ফ্রিতে থাকা খাওয়ার পাশাপাশি কোরআন শিক্ষা করেন কোমলমতি এতিম ও ছিন্নমূল পথ শিশুরা।

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন, খামার বাড়ি মহামারী করণাকালীন সময় থেকে চলমান আছে।আজীবন ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু একজন মিজানের পক্ষে সম্ভব নয়। এভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

আমার এই খাবার বাড়ির পাশাপাশি বড় একটি মাদ্রাসা ও এতিমখানা সম্পূর্ণ ফ্রিতে চলে- কোন বেতন নেওয়া হয় না। অসহায় অভাবী এতিম শিশু তাদেরকে পড়ানো হয়।সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা দেশ ও দেশের বাইরেও একদিন মানবতার দৃষ্টান্ত রাখতে পারব।

তাই শুধু একজন মিজানুর রহমান নয়, দেশের প্রতিটি জেলা উপজেলাতে একজন করে এমন মিজানুর রহমান তৈরি হলে কোন মানুষ ক্ষুধার্ত থাকবেনা এমনটাই মনে করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ