• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দুবাই প্রবাসী ওমর ফারুক এর উদ্যােগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দূর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলেন বাংলাদেশ সেনাবাহিনী সাজেকের উদয়পুর বিদ্যালয়ে মারিশ্যা জোনের টিন প্রদান কাপ্তাইয়ে ৫ দিনব্যাপী বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না প্রবাসী ভিন্নধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে শরবত বিতরণ   দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

শেরপুরে সাউন্ড বক্স বাজানো নিয়ে রিক্সাচালক হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেফতার

এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধি: / ২৬৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধি:

৬ আগস্ট রবিবার ভোররাতে র‌্যাবের পৃথক দুটি দল বগুড়া জেলার আদমদিঘী থানা এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানার ডোমরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ হত্যার ঘটনায় প্রধান ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শেরপুর শহরে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করার চাঞ্চল্যকর রিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ হত্যার ঘটনায় তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের পশ্চিম শেরী এলাকার মো. কবির মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৩) ও রাজন (২২) মিয়া। ৭ আগস্ট সোমবার দুপুরে ওই হত্যা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত ১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম শেরী পাড়ার মিন্না শেখ রিক্সা চালিয়ে বাসায় ফিরে দেখেন বসতঘরের পাশে রাজিব, রাজন, সোহান, ও রবিউল করিমসহ এক দল যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছেন। মিন্না শেখ তাদেরকে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স গান বন্ধ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের ভুরি বের করে দেয় মিন্না শেখের। পরে তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২ আগস্ট মারা যায় দুই শিশু সন্তানের জনক মিন্না শেখ। ওই ঘটনায় শেরপুর সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। হত্যাকান্ডের পরপরই পালিয়ে যায় অভিযুক্ত আসামিরা। পরে র‌্যাব অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান বলেন, বাকী আসামিদের ধরতেও অভিযান চালাচ্ছে র‌্যাব। আর গ্রেফতারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/রনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ