আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি যৌথ সভায় এ ঘোষণা দেন তিনি।
এসময় শান্তিপূর্ণ নির্বাচনে বিএনপি বড় বাধা বলে মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগ ও পুলিশের ওপর বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে। শান্তিপূর্ণ নির্বাচনে তারাই এখন বড় বাধা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হয়েছে। বারবার বলেছি তাদের আন্দোলনের এক দফা অগ্নি সন্ত্রাস, সেটাই শুরু করতো গতকাল। শক্ত অবস্থানের কারণে গতকাল করতে পারেনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমানা করছে। প্রকাশ্যে বলে—আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয়, তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।’
তিনি আরও বলেন, মাতুয়াইলে বিএনপির হামলায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ নেতাদের ওপরও হামলা হয়েছে। বিএনপি আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপ থাকতে পারেন না।
এখন তারা দায়িত্ব পালন করবেন। বহু শান্তি সমাবেশ করা হলেও কোনো সংঘাত হয়নি; কারণ সংঘাতের জন্য সমাবেশ করেনি আওয়ামী লীগ। দলের নেতা-কর্মীরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে নির্বাচন পর্যন্ত সতর্ক থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।