রাজধানীর মতিঝিলের আবাসিক হোটেল শেল্টার এর তিন তলার কক্ষ থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এস আই)
মোঃ শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফকিরাপুলের হোটেল শেল্টার এর তিন তলার
৩১৭ নং কক্ষ থেকে বিছানায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি মৃত ব্যক্তি আদম বেপারী ব্যবসার পাশাপাশি জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন।ঢাকায় এলে প্রায়ই সে ওই হোটেলে অবস্থান করতেন এবং চলতি মাসের ৭ তারিখে তিনি ওই হোটেলে উঠেছিলেন।গতরাত দশটার দিকে তার একটু জ্বর হলে হোটেলের বয় কে দিয়ে প্যারাসিটামল ট্যাবলেট এবং একটি পাউরুটি আনান। এরপর হোটেলের বয়কে বলে দরজা ভিড়িয়ে দিয়ে তুই চলে যা। এরপর দরজা ভিড়িয়ে সে ঘুমিয়ে পড়ে সে। আজ অনেক বেলা হয়ে গেলেও দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা আজ সন্ধ্যার দিকে বেরোনোর দরজা ধাক্কা দিয়ে দেখে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তি। তখন সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে সংবাদ দেয়।তথাপি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচাতো ভাই সুমন জানান, আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল থেকে আমার কাছে ফোন আসলে আমি দ্রুত ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
তিনি আরও জানান,কুষ্টিয়ার ভেড়ামারা থানার চর ভাড়াদি গ্রামের ইয়াজেল মন্ডল এর ছেলে সে। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।