• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আ.লীগ আবার ফিরে আসবে’ মন্তব্যে শাস্তির মুখে ইউএনও মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকার প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৬০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

আবারও পাল্টপাল্টি কর্মসূচি বিএনপি ও আওয়ামী লীগের। ঢাকার ৪ প্রবেশ মুখে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান নেবে বিএনপি। আর ৩ সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে কাছাকাছি এলাকায় কর্মসূচি দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নাগরিক নিরাপত্তা ও জনদুর্ভোগ বিবেচনায় কোনো দলকেই এই অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সকালে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। বাড়তি উপস্থিতির পাশাপাশি ঢাকার বিভিন্ন তল্লাশি চৌকিতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান নেবে উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকের সড়ক ও গাবতলীতে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচি নয়াবাজার দলীয় কার্যালয়ের সামনে ও যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চিটগাং রোড পর্যন্ত।

অন্যদিকে যুব ও স্বেচ্ছাসেবক লীগ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমিন বাজার, গাবতলী, আব্দুল্লাপুর-টঙ্গী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে।

নাগরিক নিরাপত্তা ও জনদুর্ভোগ বিবেচনায় কোনো দলকেই অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তারা বলছে, সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। গতকাল শুক্রবার রাতে কমিশনারের বরাতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, এ কর্মসূচির জন্য ডিএমপির কাছ থেকে কোনো অনুমতি নেয়নি রাজনৈতিক দলগুলো। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা, সেসব জায়গায় অবস্থান না নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি বলেছে, এখন থেকে কর্মসূচি পালনে আর পুলিশের অনুমতি চাইবে না তারা। নয়াপল্টনের মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ।

বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপির দাবি নয়, আন্তর্জাতিক বিশ্বও এটাই চায়। এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

অন্যদিকে শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশি-বিদেশি কারও চোখ রাঙানিকেই ভয় করে না আওয়ামী লীগ। বিএনপির একদফা নয়াপল্টনের কাঁদাপানিতে আটকে গেছে বলেও মন্তব্য তার।

যত আন্দোলনই হোক, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে কাদের বলেন, এক দফা দিয়ে ক্ষমতায় যেতে পারবে না বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ