ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সামনে থেকে মোঃ হারুন মল্লিক (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি। পরে অচেতন অবস্থায় তাকে ফজলে রাব্বি হলের দুইজন শিক্ষার্থী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন আলেয়া জানান, আমার ভাইয়ের হাতে ব্যাথা থাকায় চিকিৎসার জন্য ঢাকায় ধানমন্ডিতে আমার বাড়িতে আসে। পরে চিকিৎসা নিয়ে বাসে চড়ে বাড়ি ফেরার পথে তার বুকে ব্যথা অনুভব হলে বাসের সুপারভাইজার তাকে ফজলে রাব্বি হলের গেটের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর সে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। পরে ফজলে রাব্বি হলের ২য় বর্ষের দুই মেডিকেল শিক্ষার্থী সুহাদ এবং শাশ্বত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,ফরিদপুর সদরের শ্যামপুর গ্রামে মৃত আব্দুল গণি মল্লিকের ছেলে সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হারুন মল্লিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরে আমরা জানতে পারি হার্ট অ্যাটাকে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।