ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় নতুন করে সেখানে আর কোনো ডেঙ্গু রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বুধবার (২৬ জুলাই) ভার্চুয়াল এক ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, মুগদা হাসপাতালে আর ডেঙ্গু রোগী নেওয়া সম্ভব নয়। বর্তমানে মুগদায় এক বেডে ২ জন রোগী রয়েছে। নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।
আহমেদুল কবীর বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আমরা বেড বৃদ্ধি করছি। তবে, মুগদায় নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।
তিনি বলেন, ঢাকার বাহিরে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রোগীদের ঢাকামুখী প্রবণতা বাড়ছে। সবাই যদি ঢাকায় এসে পড়ে তবে এখানে একটা ক্রাইসিস তৈরি হবে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৯ জন।