কক্সবাজারের টেকনাফে চাকমারকূল ক্যাম্পে রোহিঙ্গাদের দুইপক্ষের মধ্যে আবারও গোলাগুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
গতকাল (৯ জানুয়ারি) রাত ৩ টায় চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌছালে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ক্যাম্পের বাসিন্দা নুর হাকিমের মরদেহ উদ্ধার করা হয়।
আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।