• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার” 

লামা থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ৯৮০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

বান্দরবান জেলার লামা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানা ভুক্ত ১৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার পুলিশ সুপার বান্দরবানের নির্দেশে নবাগত অফিসার ইনচার্জ লামা থানার নেতৃত্বে লামা থানা ও থানাধীন ফাঁড়ি/ক্যাম্পে কর্মরত এসআই ও এএসআই সঙ্গীয় ফোর্সসহ লামা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তার করেন।

আসামীরা হলেন , ১। আকরাম হোসেন, ২।জিআর-৮৫/২০ এর আসামী মোঃ রবিউল,৩। জিআর-১২১(ক)/২১ ও শিশু-২৩/২৩ এর আসামী হৃদয়, ৪।সিআর নারী ও শিশু-৩৮/২২ এর আসামী মোঃ সোহেল,৫। সিআর-৩৫১/২২ এর আসামী নুরুল কাদের, ৬।সিআর-৫৯/২৩ এর আসামী জাবের, ৭।সিআর-০৩/২০২০ এর আসামী আবুল কালাম, ৮।ননজিআর-০৫/২৩ আসামী আব্দুল মান্নান, ৯।সিআর-৩৮৭/২২ এর আসামী মান্নান,১০। জিআর-৯৯/২১ এর আসামী আবুল কালাম,১১। জিআর- ০৫/১৯ এর আসামী আকরাম ১২।৫ লিঃ চোলাইমদ সহ আটক আসামী শওকত হোছাইন,১৩। ২৫ লিঃ চোলাইমদ সহ আটক আসামী নুরুল আলম।

এ বিষয়ে লামা থানার নবাগত অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন বান্দরবান জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশে এ বিশেষ অভিযান চালানো হয় এবং অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি (১০),মাদকদ্রব্য নিয়ে (২) ও সাজাপ্রাপ্ত আসামি (১) গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নবাগত ওসি শামীম শেখ আরো জানান তাদের এ আটক এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি লামা উপজেলার জনসাধারণকে অপরাধ দূরীকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান করেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ