জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারী-২০২১)সকাল সাড়ে ১০টায় মাদারীপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের ডিসিব্রিজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিত হাওলাদার, যুগ্ন আহববায়ক আব্দুর রউপ খান,সদস্য সচিব লেয়াকত খান, এ্যড,শিরাজুল হক স্বপন,বেলায়েত হোসেন টেনু মোল্লা,গোলাম হোসেন বাদল প্রমূখ।