• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্তে অনুষ্ঠিত জরুরী সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বয়কট অপারেশন ডেভিল হান্ট অভিযানে রামগড়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ পটিয়ায় রংধনু ফাউন্ডেশন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, নারীসহ পরিবারের সদস্যদের মারধর কাপ্তাইয়ে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ ফের চকরিয়ার ফাঁসিয়া খালীতে হাতির রহস্যময় মৃত্যু  রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ দৌলতদিয়া পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে বাধ অপসারণ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই

কিশোরগঞ্জে ভাই-বোন হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৯২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুরে বিরোধপূর্ণ জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই-বোন হত্যা মামলার মূল আসামি ও নিহতদের তিন চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের কাদির মিয়ার ছেলে ইমরান, আরমান ও এমরান।

পুলিশ সুপার জানান, আসামি ইমরানকে গতকাল রোববার সকালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে এবং আরমান ও এমরানকে জেলার করিমগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, কুড়াল, কোদাল ও শাবল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কুড়িমারা গ্রামে শামছুল ইসলামের দুই ভাই কাদির মিয়া ও তাঁর তিন ছেলে আরমান, ইমরান, এমরান মিলে শামছুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় শামছুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর ও মেয়ে নাদিরা ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন অভিযুক্তরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহিদা আছমা এবং আরও দুই ছেলে হুমায়ুন কবির ও সালমান।

পরের দিন শুক্রবার সন্ধ্যায় শামছুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত কাদির মিয়া ও তাঁর তিন ছেলে আরমান, ইমরান, এমরানসহ মোট সাতজনকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ