• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি হলেন সাজ্জাদ হোসেন চিশতি

আরিফুর রহমান, মাদারীপুর / ৫৯৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মুক্তিযুদ্ধের চেতনাবাহী ও মুজিববাদী সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সাংবাদিক মহলের সুপরিচিত মুখ আওয়ামী ঘরনার সাংবাদিক লায়ন ড. সাজ্জাদ হোসেন চিশতি।শনিবার (২৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ড. সাজ্জাদ হোসেন চিশতিকে সহ সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়।এদিকে ড.সাজ্জাদ হোসেন চিশতিকে সহ সভাপতি হিসেবে মনোনীত করায় তার জন্মস্থান ফেনী ও তার ঢাকার বাসস্থান হাতিরঝিল-রামপুরা সহ সারা বাংলাদেশে তার অসংখ্য অনুসারী, শুভাকাঙ্ক্ষীরা,সাবেক ছাত্রনেতা,সাংবাদিক সহ মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি মানুষজন,সামাজিক যোগাযোগ মাধ্যম,ক্ষুদে বার্তা,ফোনে তাকে শুভেচ্ছা জানাতে থাকে৷বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি -সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ হোসেন চিশতি জানান, মুক্তিযুদ্ধের চেতনা যেন আরও হাজারো বছর সমহিমায় এবং সগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে আমরা সেই ব্যাপারে বদ্ধপরিকর । মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ। দেশকে এবং দেশের মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্ত সম্মান এবং সুযোগ পাইয়ে দিতে জীবন বাজি রেখে হলেও আমরা কাজ করে যাব। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। ওনারা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য আর আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বঙ্গবন্ধুর চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করার দ্বায়িত্ব নিলাম। এসময় তিনি যারা তাকে নানা মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন৷ এছাড়াও করোনা পরিস্থিতিতে সকলকে নিরাপদে থাকার জন্য অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ