লামা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই ২০২৩ইং) সকাল সাড়ে ১০টায় লামা টাউনহলে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বেলা ১১টা থেকে ১ম অধিবেশন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। দুপুর ১টা থেকে কমিটি গঠন তথা ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা। লামা পৌর কমিটির ৬১ জন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে আগত সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল কাউন্সিলরদের মতামতে সিলেকশনে আগামী ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিজেই নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
নতুন ত্রিবার্ষিক কমিটিতে সভাপতি মোঃ রফিক, সহ-সভাপতি মোঃ শাহজাহান, উজ্জ্বল বড়ুয়া, বশিরুল আলম, সাধারণ সম্পাদক বাসু পালিত, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী, মংছিংপ্রু মার্মা নির্বাচিত হয়েছেন। কমিটিতে নির্বাচিতরা আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নিতে বলা হয়েছে।
সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে অংশ নেন। অনুষ্ঠানে ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা সহ প্রমূখ।
সম্মেলনে সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জনের নাম কাউন্সিলরদের মুখে মুখে শুনা যাচ্ছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস