• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সওজের জায়গা দখল করে শ্রমিক লীগ নেতার অবৈধ স্থাপনা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ২০০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বান্দরবানের সওজের জায়গায় একের পর এক দখল করে চলছে অবৈধ ঘর কিংবা দোকানপাট স্থাপনা। কেউ রাজনৈতিক ক্ষমতা দাপটে আবার কেউ সাংবাদিক দোহায়ের দাপটে। এমন একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে জেলা শহরে। বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের জায়গা সড়ক জায়গা দখল করে দোকান স্থাপনের অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ডের শ্রমিক লীগের সহ-ক্রীড়া সম্পাদক কামাল হোসেনের বিরুদ্ধে। কোন আইন তোয়াক্কা না করেই সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে একের পর এক দখল করে গড়ে তুলছেন অবৈধভাবে দোকানপাট। এর আগেও তিনি একই স্থানে দোকানপাট গড়ে তুলেছে ৩টি অবৈধ স্থাপনা। এই ৪টি দোকানই কামাল হোসেন নামের একই ব্যক্তি। এতে সড়ক দখল নিয়ে বহুবার সংবাদ প্রকাশের পরও উচ্ছেদ অভিযান না করে নাকের ডগায় তেল দিয়ে অজুহাত দোহাই দেখিয়ে বসে আছেন সড়ক বিভাগ প্রতিষ্ঠানটি।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান পৌর এলাকার রুমা বাসষ্ট্যান্ড সংলগ্ন চিম্বুক সড়কের ঘেষে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে তুলছেন দোকানপাট। সে দোকানের কাজে নিয়োজিত রয়েছেন একজন শ্রমিক। বর্তমানে সেই দোকান কাজ শেষ পর্যায়ের। শুধু সেটি নয় একই সড়কের ধারে সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন আরো ৩টি দোকান। সব মিলে এই চারটি দোকান তার নিজের ক্ষমতা দাপট খাটিয়ে দখল করে তুলেছেন। এরই মধ্যে ওএমএস চাউলের ডিলার, সেলুন, ও অপর একটি দোকান চলমান। তবে তার এই দখল নিয়ে স্থানীয়দের অভিযোগ যেন অসমাপ্ত।

খোজ নিয়ে জানা গেছে, দখলদার কামাল হোসেন তিনি বর্তমানে ৮নং ওয়ার্ডের শ্রমিক লীগের সহ-ক্রীড়া সম্পাদক । তিনি ক্ষমতার দাপটের একের পর সরকারি জায়গা দখল করে সড়ক ঘেষে গড়ে তুলেছে ৪টি দোকান। বর্তমানে তিনি ওএমএস চাউল ডিলার হিসেবে ব্যবসা করছেন। ওএমএস ডিলার দোকানটি ৫ বছর আগে সড়ক ঘেষে অবৈধভাবে গড়ে তোলা। তার দোকান দুই পাশে সেলুন ও ছোট ভাইয়ের জন্য একই স্থানে ৪ বছর আগে দখল করে দোকান গড়ে তুলেছেন । বর্তমানে অপর একটি দোকান কোন কাগজপত্র ছাড়া দখল করে দোকানের কাজ চলমাধীন। সেসব দোকান গড়ে তোলার পর নিজ জায়গার দোকান বলে শুরু করে ভাড়াতে ব্যবসা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের জায়গায় দখল করে একে একে মোট ৪টি দোকানপাট গড়ে তোলা হয়েছে। কাগজ পত্র ছাড়া কিভাবে গড়ে তুললেন সেটি তাদের জানা নাই। এই ৪টি দোকান স্থাপনের পর মালিক হিসেবে পরিচয় দেন কামাল হোসেন নামে ব্যক্তি। তিনি অবৈধভাবে দোকান তোলার পর সেসব দোকান ভাড়া দিয়ে ব্যবসা শুরু করেন।

পাশ্ববর্তী দোকানদার সিকান্দার মুন্সি বলেন, সড়কের ঘেষা সরকারী জায়গায় দখল করে দোকান স্থাপনা করছে। এর আগের আরো তিনটি দোকান গড়ে তোলা শেষ। এসব জায়গায় তার কোন কাজগজ পত্র নাই। ক্ষমতা দাপটে এসব অবৈধ কাজ করার খুবই অন্যায়।

এব্যপারে দখলদার কামাল হোসেন সাথে মুঠোফোন কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, সড়ক ভেঙ্গে যাওয়ার কারণের দোকান তুলেছেন। তাছাড়া তার দোকান স্থাপনের জায়গার কাগজপত্র নাই বলে স্বীকার করেন। কেন নাই প্রশ্ন করলে বিকালে দেখা করব বলে ফোনটি দেন।

বান্দরবান সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, সরকারি জায়গা দখল করে ঘর তোলার কোন এখতিয়ার নাই। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।

পার্বত্যকণ্ঠ নিউজ/এম এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ