• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন

স্টাফ রির্পোটারঃ / ২১৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন। পর্যটন নগরী রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ ফুলকলি কনফেকশনারী হতে ফরেষ্ট কলোনী হয়ে প্রধান সড়কের দু’পাশ হ্যাপীর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আজ ৫ জুলাই ২০২৩ বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরানের নেতৃত্বে এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ ও জেলা আইনশৃঙ্খলা সভায় শহরের ফুটপাত দখল,অবৈধ নাম্বারবিহীন সিএনজি ও নাম্বারবিহীন মোরটসাইকেল নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখলদারদের সাথে কথাও হয়েছে। গত ৪ জুলাই এ সংক্রান্ত বিষয়ের উপর বনরুপা পুলিশ বক্সের পাশে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন বনরুপা ফুটপাত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরান বলেন,পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এ অবৈধ উচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে। বনরুপাস্থ ফুলকলি হতে হ্যাপীর মোড় পর্যন্ত ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।মানুষদের বার বার সচেতন করার পরও তারা ফুটপাত দখল করে বসে আছে। মানুষ কথা না শুনলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব সময় ফুটপাত পরিস্কার রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু লোকজন আছে ফুটপাত থেকে সরিয়ে দেওয়ার পরও ফের বসে আছে। ফরেষ্ট কলোনী রোড ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু দেখা গেছে, ঈদের বন্ধে রাতারাতি আবার তারা বসে দোকানদারি করছে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ